ট্রেকিংয়ে যাওয়ার আগে প্রস্তুতি যেমন হবে
ভ্রমণ তো অনেক রকম হয়। কেউ সমুদ্র যেতে পছন্দ করে আবার কেউ সবুজে হারিয়ে যেতে ভালো বাসে। কারও তো আবার পাহাড় পছন্দ। পাহাড়ের উপর থেকে সবুজ দেখার। তরতর করে পাহাড়ে উঠে যাওয়ার শখ থেকে পাহাড় ট্রেকিংয়ে যেতে চান কেউ কেউ।