বলিউডের বরেণ্য অভিনেত্রী মুমতাজ। পঞ্চাশের দশকের শেষ লগ্নে রুপালি জগতে পা রাখেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে শতাধিক হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। নব্বই দশকের শুরুতে অভিনয় থেকে দূরে সরে যান।
৭৭ বছর বয়সি মুমতাজের শরীরে এখন বার্ধক্য ভর করেছে। তারপরও সম্প্রতি জুম টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ আলাপচারিতায় বর্তমান সময়ের নানা বিষয় উঠে এসেছে। এর মধ্যে প্রেম-বিয়ে-বিচ্ছেদ নিয়েও মন্তব্য করেছেন বর্ষীয়াণ এই অভিনেত্রী।
বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের সহনশীলতার বিষয়টি স্মরণ করে মুমতাজ বলেন, ‘আজকালের মানুষজনের আজীবন প্রতিশ্রুতিবদ্ধ থাকার ভাবনা নেই। প্রথমবার কোনো কিছু নিয়ে ঝগড়া হলেই সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেয়। আর সামাজিক যোগাযোগমাধ্যম এটিকে আরো খারাপ দিকে নিয়ে যাচ্ছে।’
ইন্টারনেটের যুগে যুগলেরা নগ্ন ছবি আদান-প্রদান করে বলে দাবি মুমতাজের। তার ভাষায়— ‘জানি না, মানুষ আজকাল কি কি করে। কী সব লেখে! মন পাওয়ার জন্য পোশাক খোলার প্রয়োজন নেই। বরং পোশাক পরা থাকলেই একটা মানুষকে চেনা ও জানার আকর্ষণ অনেক বেশি থাকে।’
ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী ময়ূর মাধবনীকে বিয়ে করেন মুমতাজ। এ সংসারে তাদের দুই কন্যা সন্তান রয়েছে। এক সময় তার স্বামী পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন। এ পরিস্থিতিতে একা হয়ে যান মুমতাজ। এক পর্যায়ে তিনিও পরকীয়া সম্পর্কে জড়ান। তবে দুজনেই সেই সম্পর্ক থেকে দ্রুত বেরিয়ে আসেন বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মুমতাজ।