আন্তর্জাতিক ক্রিকেটে শেষ হতে যাচ্ছে সাকিব আল হাসানের বিচরণ। গতকাল বৃহস্পতিবার তিনি টেস্ট আর টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন। দেশে ফিরতে না পারলে কানপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট হবে। আর শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন গত বিশ্বকাপেই। শিষ্যের এমন বিদায়ে মর্মাহত গুরু নাজমুল আবেদিন ফাহিম, যিনি বর্তমানে বিসিবির পরিচালকও।
মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটে তার অবদান আমরা সবাই জানি। হয়তো অনেকে সামনাসামনি স্বীকার করি না। সবার মনে সে কোনো না কোনোভাবে থেকে যাবে। কারও কাছে ইতিবাচকভাবে, কারও কাছে নেতিবাচকভাবে। ঘরের মাঠে শেষ টেস্ট খেলে সবার ভালোবাসা নিয়ে অবসর নিলে ভালো হতো।’
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকেই সাকিবের ক্রিকেটার হয়ে ওঠা। ওই সময় বিকেএসপির ক্রিকেট বিভাগের প্রধান কোচ ছিলেন নাজমুল আবেদীন ফাহিম। তাই ছোটবেলা থেকেই তিনি সাকিবকে ভালো করেই চেনেন। তার মতে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিবকে বেশ আবেগপ্রবণ লেগেছে, ‘যখন তার সাক্ষাৎকার দেখছিলাম, কণ্ঠস্বর খুব স্বাভাবিক শোনা গিয়েছিল। জানি তার মনের ভেতর অনেক কিছু ঘটে যাচ্ছে।’