এক বছরেরও বেশি সময় পর টি টোয়েন্টি দলে ফিরছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সাকিব আল হাসানের শূণ্যস্থান পূরণে তাকেই বেছে নিতে চলেছেন নির্বাচকরা। রোববার ঘোষণা করা হতে পারে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল।
দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও টি টোয়েন্টি বিশ্বকাপ দল জায়গা হয়নি মেহেদি মিরাজের। যা নিয়ে আলোচনার ঝড় বয়ে যায় দেশের ক্রিকেটে। গুঞ্জন ওঠে নির্বাচকদের পছন্দে থাকলেও কোচ চন্ডিকা হাথুরুসিংহের অপছন্দের কারণে কপাল পুড়ে এ অলরাউন্ডারের।
বছর ঘুরতে না ঘুরতে আবারও টি টোয়েন্টি স্কোয়াডে ফিরছেন মেহেদি মিরাজ। সুযোগ পাচ্ছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জায়গায়। খেলবেন ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে।
মিরাজের টি টোয়েন্টি ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয়। তবে বাদ পড়ার আগে সীমিত ওভারের ক্রিকেটে ছিলেন দুর্দান্ত ফর্মে। বিপিএলেও ছিলেন চ্যাম্পিয়ন বরিশালের সদস্য।
এখনও টি টোয়েন্টি দল ঘোষণা করেনি বিসিবি। তবে বোর্ডের বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে টি টোয়েন্টিতে মিরাজের কামব্যাক।
এদিকে কেমন হতে পারে টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল। তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। জানা গেছে, ১৫ জনের দলে ফিতে যাচ্ছেন টপঅর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমন। তাকে জায়গা দিতে বাদ পড়তে যাচ্ছেন সৌম্য সরকার। সেই সঙ্গে দলে নেয়া হতে পারে বাঁহাতি স্পিনার রকিবুল হাসানকেও।
আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ভারতের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর দিল্লিতে।
বাংলাদেশের সম্ভাব্য টি-টোয়েন্টি স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, রকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।