
এনসিপি নেতা বাবা সিদ্দিকির খুনের পর মাত্র মাস খানেক পেরোতেই ফের খুনের হুমকি পেলেন অভিনেতা সালমান খান। সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার দু’দিনের মধ্যে পুলিশ নয়ডা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে।
গত ১২ অক্টোবর, মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এবং এনসিপি নেতা (অজিত পওয়ার গোষ্ঠী) বাবা সিদ্দিকি তাঁর দফতরের সামনে আততায়ীদের গুলিতে নিহত হন। এই ঘটনায় ইতিমধ্যেই ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে একটি সূত্র জানায়, জিশানকে গত কয়েক দিনে বেশ কয়েকবার খুনের হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায়, জিশান সিদ্দিকির বান্দ্রার অফিসে একটি বেওয়ারিশ নম্বর থেকে ফোন আসে যেখানে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। এ ছাড়া, সিদ্দিকি পরিবারের ঘনিষ্ঠ বন্ধু সালমান খানকেও একইভাবে হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর সিদ্দিকি পরিবার নির্মলনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
উল্লেখ্য, বাবা সিদ্দিকির খুনের আগে সিদ্দিকি পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছিল এবং জিশানও এই হুমকির শিকার হয়েছিলেন। অভিযুক্তদের জেরায় জানা যায়, বাবা-ছেলেকে খুনের ‘নির্দেশ’ দেওয়া হয়েছিল এবং যাকে পাবেন তাঁকে গুলি করার নির্দেশ ছিল।
সাম্প্রতিক সময়ে, জিশান আনুষ্ঠানিকভাবে অজিত পওয়ারের নেতৃত্বাধীন এনসিপিতে যোগ দিয়েছেন এবং আসন্ন বিধানসভা ভোটে বান্দ্রা-পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।