
ইতালির ডোমেস্টিক বিমান বন্দর থেকে ৭৫ কেজি ওজনের তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি সকালে বিমানবন্দর এলাকায় মেরামত কাজ করতে গিয়ে শ্রমিকরা মাটির নিচে এ বোমার সন্ধান পান।
পরে তাৎক্ষণিক প্রশাসনকে খবর দিলে প্রশাসন এসে বোমা তিনটি উদ্ধার করে। জানা যায় বোমা তিনটি জার্মানের তৈরী। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার হয়েছিল।
এরফলে বিমানবন্দরের সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। এদিকে যাত্রীদের মাঝে কিছুটা আতংক ছড়িয়ে পড়লে এর প্রভাব কিছুটা আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্যা ভিঞ্চিতে দেখা দেয়।