
দুই ম্যাচের টেস্ট ম্যাচ খেলতে আগামী ১২ তারিখ শ্রীলঙ্কায় রওয়ানা হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তার আগে নতুন ম্যানেজার হিসেবে আবারো নিয়োগ দেয়া হয়েছে খালেদ মাহমুদ সুজনকে। মঙ্গলবার (৬ এপ্রিল) মিডিয়ার সামনে কথা বলেন তিনি। সেখানে সুজনের কাছে দলের আত্মবিশ্বাস সম্পর্কে জানতে চাওয়া হয়। ওই সময় এক মজার মন্তব্য করেন তিনি। বলেন, খেলোয়াড়দের সুইচ অফ হয়ে গেছে।
খালেদ মাহমুদ সুজন দলের আত্মবিশ্বাস নিয়ে লেখেন, আমার মনে হয় প্লেয়াররা এখন সুইচ অন-অফের যুগ তো, ওই সুইচ অফ হয়ে গেছে। এখন আবার সুইচ অন করতে হবে, মাথা নিতে হবে।
ট্রেনিং নয়, ক্রিকেটার উন্নতির বিষয়টা সম্পূর্ণ জড়িত মানসিকতার সঙ্গে। সুজন বলেন, আমি মনে করি, এটা শুধুমাত্র ক্রিকেট ট্রেনিং করলেন না করলেন তা নিয়ে নয়, ইটস অল এবাউট মেন্টাল। মেন্টালি যদি আপনি ফিট থাকেন, যদি আপনি মেন্টাল প্রেশার নিতে পারেন তাহলে আপনার ব্যাসিক তো জানাই আছে, আপনি জানেন কিভাবে খেলতে হয়। তাই মেন্টালি প্রস্তুত থাকতে হবে।
খালেদ মাহমুদের একটাই আশা, শ্রীলঙ্কার কন্ডিশন জানে খেলোয়াড়রা। তিনি বলেন, যেখানে যাবো খেলতে সেখানে যে কন্ডিশনে হবে তা জানে ছেলেরা। শ্রীলঙ্কাতে এর আগেও ছেলেরা ক্রিকেট খেলেছে। তাই আমার মনে হয় ওইগুলো মাথায় রাখলে খুব একটা প্রবলেম হবে যে আমরা অফফর্ম। ফর্ম ইজ টেম্পোরারি, এটা আজকে আছে, কালকে নেই।