
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুই বছরের শিশু সন্তানকে এক মা গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ শামীমা আক্তার সাইমা নামে ওই নারীকে আটক করেছে।
সোমবার ভোরে উপজেলার সোনাতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পল্লী চিকিৎসক মামুনুর রশীদ মামুন ও শামীমা দম্পতির তিন সন্তান। তাদের মধ্যে ছোট মেয়ে স্নেহার বয়স দুই বছর। ভোরে শামীমা তার ঘুমন্ত শিশুকন্যা স্নেহাকে ডেকে তুলে দোতলার সিঁড়িঘরে নিয়ে যাস। সেখানে বঁটি দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন।
আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। হত্যায় ব্যবহৃত বঁটিটি জব্দ করা হয়েছে।
এসআই জানান, শামীমা আক্তারকে আলমডাঙ্গা থানায় নেওয়া হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে স্বজন ও পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ বিষয়ে মামলা হয়েছে।