
সামাজিক যোগাযোগমাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারতীয় নারী-পুরুষদের পূজা করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
রাশিয়ার সংবাদমাধ্যম আরটি’র ফেসবুক পেজ ‘RT Play’ থেকে গতকাল শনিবার ভিডিওটি পোস্ট করা হয়। এরপরই ভিডিওটি বিভিন্ন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।
রোববার সন্ধ্যা পর্যন্ত ভিডিওটি ৭৪৫ জন শেয়ার করেছেন। ভিডিওটি ৬৪ হাজার বার দেখা হয়েছে। ৩৭৮ জন ব্যক্তি বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।
ভিডিওটির শিরোনাম করা হয়েছে- ট্রাম্পকে ভারতের ঈশ্বর ভেবে পূজা করছেন একজন মানুষ। অর্থাৎ ভারতের জন্য ট্রাম্প কল্যাণকর ভেবে এই পূজা করা হচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি পূজার আসনে ট্রাম্পের ছবি বসিয়ে তার কপালে তিলক দিচ্ছেন। মাটিতে কপাল ঠেকিয়ে ট্রাম্পকে ভক্তি করছেন। এসময় অনেক নারীকেও মার্কিন প্রেসিডেন্টকে পূজা করতে দেখা গেছে।
এরপর গাছের নীচে ট্রাম্পের ছবি বসিয়েও পূজা করতে দেখা গেছে ভিডিওতে।
ভিডিওটির শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হাসতে দেখা গেছে। তবে পুতিনের হাসির অংশ যে আলাদাভাবে ভিডিওর সঙ্গে যোগ করা হয়েছে তা স্পষ্ট।
ট্রাম্পকে ‘ঈশ্বর’ ভেবে ভারতীয়দের পূজার ভিডিও ভাইরাল
সামাজিক যোগাযোগমাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারতীয় নারী-পুরুষদের পূজা করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
Geplaatst door protimuhurto.com op Zondag 10 november 2019