
নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে কাঁধে চোট পান মুশফিকুর রহিম। এজন্য তাকে ছাড়াই কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। অবশেষে সেই চোট কাটিয়ে অনুশীলন করেছেন সাবেক এই অধিনায়ক।
নতুন স্পন্সর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে চুক্তিবদ্ধ হয়েছে দারাজ। দেশের স্বনামধন্য এই অনলাইন মার্কেটপ্লেস আগামী আড়াই বছর পুরুষ, মহিলা এবং অনূর্ধ্ব ১৯ দলের স্পন্সর হিসেবে কাজ করবে। সেই অনুযায়ী নতুন জার্সি পরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেছে মুশফিককে।
সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরটা দুঃস্বপ্নের মতো শেষ হয়েছে বাংলাদেশের। চলতি বছরের শুরুতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ধবল ধোলাই হয়েছে টাইগাররা। লক্ষ্য এবার শ্রীলঙ্কা সফর। সাম্প্রতিক সময়ের ব্যর্থতা কাটিয়ে জয় পেতে মুখিয়ে আছে মুশফিক, তামিম ইকবাল, মমিনুল হকরা।
কোয়ারেন্টাইন ইস্যুতে বিসিবি এবং এসএলসির মধ্যে বনবিনা না হওয়ায় গত বছর দুই দফা পিছিয়েছে শ্রীলঙ্কা সফর। তবে এবার আার কোনো ঝামেলা হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ এপ্রিল লঙ্কা দ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট মোকবেলা করবে সফরকারীরা।