
বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে রবিবার ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মিশন।
সিরিজের সূচি বেশ আগেই ঘোষণা করা হয়। সেই সূচি ঠিক থাকলেও ওয়ানডে সিরিজে ম্যাচগুলো শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে।
সাধারণত বাংলাদেশে দিবারাত্রির ওয়ানডে ম্যাচগুলো দেড়টা বা আড়াইটায় শুরু হয়ে থাকে। তবে এবার ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১১টায়।
দিন ছোট হওয়ায় সন্ধ্যা নামবে দ্রুত। তাই লাইটের আলোতেও খেলা হবে।
বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, অনেক বিষয় বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে অনেক বিষয় বিবেচনা করা হয়েছে।
আমরা এই সিদ্ধান্ত নেওয়ার আগে সম্প্রচার ব্যবস্থাপনা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছি।’
ম্যাচের সময় পরিবর্তনের পেছনের মূল কারণ হলো সন্ধ্যায় শিশির। যা খেলায় প্রভাব ফেলে।
অক্টোবর-নভেম্বরে বিসিবি আয়োজিত সর্বশেষ ঘরোয়া টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপেও সন্ধ্যার শিশির প্রভাব ফেলেছিল।
সেই অভিজ্ঞতা মাথায় রেখে বোর্ড ওয়ানডে সিরিজের ম্যাচের সময় পরিবর্তন করেছে।
২০ জানুয়ারি মিরপুরে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ ২২ ফেব্রুয়ারি।
তৃতীয় ও শেষ ওয়ানডে ২৫ জানুয়ারি, চট্টগ্রামে। এই ভেন্যুতেই প্রথম টেস্ট মাঠে গড়াবে ৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১১ ফেব্রুয়ারি ঢাকায়।