
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো মজার মজার খবরের শিরোনাম। ঘটনাগুলো আসলে তেমনই!
এই যেমন; তিনি কোকা-কোলা বয়কটের ডাক দিয়েছেন। আবার দেখা যাচ্ছে নিজেই এ কোমল পানীয় পান করছেন।
জর্জিয়ার নতুন ভোট বিল বিতর্ক নিয়ে সম্প্রতি ট্রাম্প কোকা-কোলা বর্জনের ডাক দেন ট্রাম্প। পরদিনই দেখা গেল উল্টো ঘটনা।
সাবেক সিনিয়র হোয়াইট হাউস অ্যাডভাইজার স্টিফেন মিলার গিয়েছিলেন ট্রাম্পের সঙ্গে দেখা করতে। সাবেক প্রেসিডেন্ট নিজের ডেস্কে বসে আছেন এমন একটি ছবি টুইটারে শেয়ার করেন মিলার। সেখানেই দেখা গেল ফোনের পেছনে লুকানো আছে কোকের বোতল।
মিলার ছবিটি পোস্ট করতেই অনলাইন ব্যবহারকারীরা ছবি জুম করে দ্রুতই কোকের বোতল শনাক্ত করে। এরপর এ নিয়ে পোস্টে সয়লাব হয় সোশ্যাল মিডিয়া। বইতে থাকে বিদ্রূপের ঝড়।
কোকের প্রতি ট্রাম্পের আসক্তি পুরোনো। প্রেসিডেন্ট থাকাকালে ওভাল অফিসে ডায়েট কোকের জন্য বিশেষ কল বাটন স্থাপন করেছিলেন, যাতে চাওয়া মাত্র হাতের কাছে পাওয়া যায়। পরে জো বাইডেন তা সরিয়ে ফেলেন।
গত মাসে জর্জিয়া সরকার ভোট নিয়ে নতুন বিল এনেছে। এর বিপক্ষে বড় কিছু প্রতিষ্ঠান অবস্থান নেয়। সেই প্রেক্ষিতে কোকা-কোলা, ডেল্টা এয়ারলাইন্স ও বেসবল লিগ বয়কটের ডাক দেয় ট্রাম্প।