
ভ্যাট রেজিস্ট্রেশন ছাড়া কোনও ধরনের ব্যবসা করা যাবে না বলে হুশিয়ারি প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া।
বুধবার (১০ এপ্রিল) এনবিআরের সম্মেলন কক্ষে ২০১৯-২০২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
আলোচনায় বাংলাদেশ পেপারস মিল অ্যাসোসিয়েশন, রেস্তোরাঁ মালিক সমিতি, হাইজিন পণ্য প্রস্তুতকারক সমিতি, বায়রা, কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন।
মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, আগামী বাজেটের পর ভ্যাট রেজিস্ট্রেশন ছাড়া কোনও ব্যবসা করা যাবে না। এটি নিশ্চিতে আমরা একটি সিস্টেম করে দেবো।
তিনি বলেন, রেজিস্ট্রেশনের পর কার কত ভ্যাট হবে, সেটি নির্ধারণ করে দেওয়া হবে। সেভাবেই ভ্যাট দিতে হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী জুলাইয়ে নতুন ভ্যাট আইন কার্যকর হবে। যারা রেয়াত পাবেন, তাদের ভ্যাট হবে ১৫ শতাংশ। যারা রেয়াত পাবেন না, তাদের ভ্যাটের হার হবে পরবর্তী ধাপে, অর্থাৎ ১৫ শতাংশের কম।