চলতি বছরের জন্য বিসিবির সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা এখনও ঘোষণা করা হয়নি। আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হওয়া সাকিবের নতুন বছরের কেন্দ্রীয় চুক্তিতে ফেরার সম্ভাবনা রয়েছে।
তবে এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট খেলতে না চাওয়া এ অলরাউন্ডারকে লাল বলের ক্রিকেটে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এবার নাও রাখা হতে পারে। টেস্টের সময় আইপিএলে খেলার জন্য ছুটি চেয়েছেন সাকিব। বিসিবিও ছুটি মঞ্জুর করেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, আজই বিসিবি কার্যালয়ে আকরাম খান, বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে নির্বাচকদের মিটিং হবে। সেখানেই কেন্দ্রীয় চুক্তির বিষয়ে সিদ্ধান্ত হবে। এবং সাকিবকে টেস্টের জন্য চুক্তিতে না রাখার সম্ভাবনাই বেশি।
নিউজিল্যান্ডগামী দলের কর্মকর্তাদের সঙ্গে বোর্ড সভাপতির মিটিং হবে কয়েকদিনের মধ্যে। সেখানেও সাকিবের বিষয়টি তোলা হবে। ইতোমধ্যে নির্বাচকরা কেন্দ্রীয় চুক্তির একটি তালিকা প্রস্তুত করেছেন।
সূত্র জানায়, সেই তালিকায় সাকিবের নাম সুপারিশ করা হয়নি। তবে এ বিষয়ে ক্রিকেট অপারেশন্স বিভাগ আজ সিদ্ধান্ত নিবে। পরে তা বোর্ড সভাপতির কাছে উত্থাপন করা হবে।