
আলোচিত-সমালোচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সুপারিশ করছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।
রাসেল বলেন, “আমাদের যে অর্থ ঘাটতি সেটি নিতান্তই বিজনেস ডেভেলপমেন্ট পিছনে খরচ হয়েছে। যেহেতু অর্থ পাচার অথবা মানি লন্ডারিং এর কোন সম্ভাবনা নাই, অতএব বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। ওনারা জনগণের স্বার্থ চিন্তা করে সকল সিদ্ধান্ত নিয়েছেন।”
গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, “মিডিয়ার প্রতি অনুরোধ, অপরাধ তদন্তের পূর্বে অপরাধী বলে কোন নিউজ না করতে। আমরা সব সময়ই তদন্ত কে স্বাগত জানাই।”
এর আগে ইভ্যালির ব্যাপারে আর দায়িত্ব নেবে না বাণিজ্য মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন আন্তঃমন্ত্রণালয় কমিটি