
বিমানের গল্পটা শুরু ১৯৭২ সালে। ১টি ডাকোটা বিমান দিয়ে শুরু হলেও বহরে এখন ২১টি উড়োজাহাজ। এর মধ্যে ১৮টি নিজেদের কেনা। সবশেষ প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে বিমান বহরে যোগ হয় বোয়িংয়ের অত্যাধুনিক ৭৮৭ মডেলের ড্রিমলাইনার।
চলতি অর্থবছর বাংলাদেশ বিমানের নিট মুনাফা প্রায় সাড়ে ৪শ' কোটি টাকা।
বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ বিমানের ৫১ বছর পূর্তিতে এ কথা জানান প্রতিষ্ঠানটির পরিচালক শফিউল আজিম। তার দাবি, ৮০ ভাগ ফ্লাইটই নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে।
বিমানের দাবি, চলতি অর্থবছর ২৮ লাখ যাত্রীকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দিয়েছেন তারা। আর এ থেকে আয় ৪শ' ৩৬ কোটি টাকা। ৮০ ভাগ ফ্লাইটই নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে বলেও দাবি সংস্থাটির।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি শফিউল আজিম জানান, বিমান বহরে থাকা অত্যাধুনিক উড়োজাহাজ দিয়ে নতুন রুট বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই চালু হতে পারে জাপানের নারিতাসহ বিভিন্ন রুটের নতুন ফ্লাইট।
বিমানের দাবি, দেশেই নিজস্ব মেরামত কারখানায় সি-চেক করানো সম্ভব হওয়ায় প্রতিটি বিমানে খরচ সাশ্রয় হচ্ছে প্রায় ২০ কোটি টাকা। আর গ্রাউন্ড হ্যান্ডলিং করার কারণে বিদেশি এয়ারলাইন্সকেও সেবা দেয়া সম্ভব হচ্ছে।