
প্রযুক্তি যেমন মানুষের বিভিন্ন সমস্যার কারণ আবার এই প্রযুক্তি মানুষের বিভিন্ন সমস্যার সমাধানও করে থাকে। যুক্তরাষ্ট্রের এক গর্ভবতী নারী তার ও অনাগত সন্তানের জীবন বাঁচানোর জন্য অ্যাপল ওয়াচকে ধন্যবাদ জানিয়েছে। ওই নারীর নাম জেস কেলি। তিনি বিভিন্ন ধরনের বার্তার জন্য অ্যাপল ওয়াচের ওপর নির্ভরশীল। প্রতিদিন কত কদম হাটলেন, নতুন কোনো বার্তা এলো কিনা। এরকম আরও অনেক কিছু। খবর এনডিটিভি
সে যা-ই হোক গত বছরের ১৭ ডিসেম্বর ৩৭ সপ্তাহের গর্ভবতী কেলি লক্ষ্য করলেন তার অ্যাপল ওয়াচটি হার্টবিটের রেট অনেক বেশি দেখাচ্ছে। যা ছিল প্রতি মিনিটে ১২০ বিটস। যেটি ১০ মিনিট পর বন্ধ হয়ে যায়। দুই বার তিনি এ ধরনের বার্তা পেলেন।
তৃতীয়বার নোটিফিকেশন আসায় তিনি এর প্রতি গভীরভাবে লক্ষ্য করলেন। এরপরই তিনি হাসপাতালে ছুটে যান। চিকিৎসকরা তাকে জানায়, তিনি প্ল্যাসেন্টাল সমস্যায় ভুগছিলেন, যা জন্মের আগে জরায়ুর ভিতরের প্রাচীর থেকে প্লাসেন্টা আলাদা হয়ে যায়। ওটা ছিল তার প্রসবকালীন সময়।
সেলি বলেন, যদি আমি ওয়াচের দিকে লক্ষ্য না রাখতাম তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। একজন স্বাভাবিক মানুষের মিনিটে হার্টবিট থাকে ৬০ থেকে ১০০ বিটস।
যদিও একজন মানুষের বিভিন্ন কারণে হার্টবিন বেড়ে যেতে পারে। তার মধ্যে রয়েছে চিন্তা ও পানি স্বল্পতা।