
চট্টগ্রামে দৈনিক সাহস পত্রিকার ব্যুরো কার্যালয়ের উদ্বোধন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকালে ফিতা কেটে নগরীর মুরাদপুর এলাকার মির্জারপুল কার্যালয়ের উদ্বোধন করেন পত্রিকাটির সম্পাদক ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
এসময় তিনি বলেন, ‘আগে বিভিন্ন গণমাধ্যমের দিবসকেন্দ্রীক সংখ্যায় নানা ধরনের গল্প, উপন্যাস, প্রবন্ধ, জ্ঞান-বিজ্ঞানের নানা আবিষ্কার, আমাদের শিল্পকলা, চারুকলা এগুলো নিয়ে বিভিন্ন লেখা ছাপা হতো। সেই জিনিসটা এখন কোথাও নেই। সেটা এখন আমরা করব। বিশেষ সংখ্যাগুলো বড় বই আকারে বের করব। সেদিকে আমাদের নজর। বিশেষ সংখ্যাগুলোতে আমরা নতুন লেখকের সাথে নতুন পাঠককে সংযুক্ত করব। যেখানে এই বিষয়গুলো থাকবে।’
তিনি আরো বলেন, ‘আমাদের একটা স্লোগান আছে, সাহস করে সত্য প্রকাশ। এই সত্যটা প্রকাশ করার সময় আমরা সাহস হারিয়ে ফেলি। কেউ সাহস হারিয়ে ফেলে টাকার জন্য, কেউ ব্যবসার জন্য। ব্যবসায়ীরা তো আর সাহিত্য সংস্কৃতি নিয়ে চিন্তা করবেনা, তার চিন্তা হলো ব্যবসা। তার দৃষ্টিভঙ্গি, মান ও কার্যক্রমও ওই রকম। আমরা সম্পূর্ণ আলাদা, আমরা সেই শূন্যস্থানটা দখল করার চেষ্টা করব।’
এসময়, শিক্ষানুরাগী ও ইসাবেলা ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান তৌফিকা আহমেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলি, সংগঠক সৈয়দ শাহারিয়াত হোসাইন, দৈনিক সাহস'র চট্টগ্রাম ব্যুরো প্রধান ফরহাদুল হাসান, প্রমুখ উপস্থিত ছিলেন।