সাজেকের সকল রিসোর্ট ও কটেজ তথ্য

হালের ক্রেজ সাজেক ভ্যালি (Sajek Valley)। একইসাথে মেঘ-পাহাড়ের মিতালী দেখার সুযোগ থাকায় ভ্রমণ প্রেমী মানুষদের পছন্দের তালিকায় শীর্ষে এর অবস্থান।
আজকের পোস্টে সাজেক ভ্রমণ সম্পর্কে সব তথ্য আমরা জানবো।
- ভ্রমণ প্ল্যান
- ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে সাজেক
- ঢাকা থেকে দিঘীনালা হয়ে সাজেক
- পরিবহন ভাড়ার তথ্য
- ঢাকা থেকে বাস ভাড়া
- জীপ/চাঁদের গাড়ি ভাড়া ও পরামর্শ
- সিএনজি ভাড়া ও পরামর্শ
- বাইক ভাড়া ও পরামর্শ
- রিসোর্টের তথ্য
- রিসোর্ট বুকিং সংক্রান্ত পরামর্শ
- খাবার ব্যবস্থা
- সাজেকে দেখার যা যা আছে
- খাগড়াছড়িতে দেখার যা যা আছে
- দিঘীনালায় দেখার যা যা আছে
- ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন পরামর্শ
কমন কিছু প্রশ্ন ও উত্তর
- সাজেক ভ্যালি কোথায় অবস্থিত?
- সাজেক রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটি ইউনিয়ন। আয়তনের দিক থেকে সাজেক চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বড় ইউনিয়ন। খাগড়াছড়ি সদর থেকে সাজেকের দূরত্ব ৭০ কিলোমিটার। দীঘিনালা থেকে ৪৯ কিলোমিটার। বাঘাইহাট থেকে ৩৪ কিলোমিটার। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও যোগাযোগ ব্যবস্থা খাগড়াছড়ি দিয়ে ভালো। রাঙ্গামাটি থেকে পানি পথে ট্রলার/লঞ্চে আসতে হয়।
- সাজেক ভ্রমণের সেরা সময়?
- বর্ষার পর শীতের আগে শরৎ-হেমন্ত (আগস্ট-নভেম্বর) সাজেক ভ্রমণের জন্য সেরা সময়। তখন প্রচুর মেঘ পাওয়া যায়। এছাড়া সারাবছরই সাজেক ভ্রমণ করা যায়।
- সাজেকের সেনাবাহিনীর এসকোর্ট কখন শুরু হয়?
- দিঘীনালা থেকে সকাল ১০ টা এবং বিকাল ৩ টায় এসকোর্ট শুরু হয়। সাজেক থেকেও একইভাবে সকাল ১০টা এবং বিকাল ৩টায় এসকোর্ট শুরু হয়। এসকোর্ট ছাড়া একা সাজেক যাওয়া যায় না। মনে রাখবেন, বিকালের এসকোর্ট মিস হলে সেদিন আর সাজেক যেতে পারবেন না।
- খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার লোকাল কোন ট্রান্সপোর্ট আছে?
- না। খাগড়াছড়ি থেকে জীপ/সিএনজি/বাইক রিজার্ভ করে সাজেক যেতে হবে। ২-৬ জনের গ্রুপ হলে অন্য কোন গ্রুপের সাথে মিলে জীপ রিজার্ভ নেওয়ার চেষ্টা করবেন।
- সাজেকে নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে যাওয়া যায়? নিরাপদ?
- যাওয়া যায়। তবে পাহাড়ী রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকলে নিজস্ব গাড়ি নিয়ে না যাওয়াই উত্তম। বাইকে যাওয়া যায় যদি নিজের চালানোর উপর ভরসা থাকে। মনে রাখবেন, খাগড়াছড়ির পর আর কোন ফিলিং স্টেশন নেই।